মাদারীপুরে ভাঙচুর করে সাংবাদিকের জমি দখলের চেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি.এম সেলিম আহমেদ, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা সরদার আবুল কালাম আজাদ, তাদের সহোদর সরদার আব্দুস সালামের ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে স্থানীয় প্রভাবশালী মাহামুদা বেগম ও তার ভাই ইতালি প্রবাসী হালান সরদার জড়িত।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের ৬২ নং পশ্চিম বালিগ্রাম মৌজার ৬২৩ নং খতিয়ানে ৩৫৭ নং দাগে নাল ১৫ শতাংশ জমির রেকডীয় মালিক মাহামুদা বেগম ও হালান সরদারের বাবা মরহুম সফিজ উদ্দিন সরদার। ওই জমি গত ২০০২ সালের ২১ ডিসেম্বর ৪৬০৭/২০০২ দলিল মূলে ১৫ শতাংশ হতে ১০ শতাংশ নাল জমি সিরাজ শেখ ক্রয় করেন। রেকর্ডে ১৫ শতাংশ জমি থাকলেও সরেজমিনে দৃশ্যমান ছিল ১০ থেকে ১১ শতাংশ। এর কারণ ওই জমিটি তিনটি রাস্তা ও তিনটি খালের সংযোগ স্থলে হওয়ায় বছরের পর বছর খালের পানির স্রোতের চাপ ও ধারাবাহিক উন্নয়নের ফলে অবশিষ্ট ৪ শতাংশ জমি বিক্রয়ের পূর্বেই খাল ও রাস্তায় বিলীন হয়ে যায়। ভুক্তভোগীর ক্রয়কৃত নাল জমি মাটি ভরাট করে সেমি পাকা বিল্ডিংয়ে রাইসমিল, ধানের চাতাল ও দোকানপাট নির্মাণ করে ভোগ দখলে রয়েছেন। ৫৮০/২০২১ দলিল মূলে ২০২১ সালের ২০ জানুয়ারি সরদার আব্দুস সালাম জমিটি ক্রয় করে। মিউটেশন হালনাগাদ খাজনা, বিদ্যুৎ লাইন নিজ নামে নিয়ে ১০ শতাংশ জমি পূর্বের ক্রেতাদের ন্যায় ভোগ দখল করে আসছে। ওই জমি বিক্রয়ের পরে জমির রেকর্ডিয় মালিক সফিজ উদ্দিন সরদার জীবিত থাকা অবস্থায় আমিন দিয়ে মেপে বুঝিয়ো দেন। সফিজ উদ্দিন সরদার জীবিত থাকা অবস্থায় ১৮ বছরের মধ্যে ওই জমির ভোগ দখল ও অবস্থানগত স্থান নিয়ে কেউ কোন প্রশ্ন করেনি। দলিল দাতা সফিজ উদ্দিনের মৃত্যুর পর বর্তমানে তার ওয়ারিশরা খাল, রাস্তায় নষ্ট হওয়া জমি ক্রেতাদের মধ্যে দেওয়ার জন্য বিভিন্ন ধারায় ৯ টি মামলা করেছে। যার মামলা নং ৭২৬/২০২০, ৯২৮/২০২৪ ইং দখল সম্পর্কিত দুটি মামলায় সরদার আব্দুস সালাম ভোগ দখলে আছেন এবং সহকারী কমিশনার (ভূমি) কালকিনি এর তদন্ত প্রতিবেদন সহ আদালতের আদেশ ও ডাসার থানার প্রতিবেদনে ৫ টি মামলার রায় আমাদের পক্ষে হয়েছে। বিবাদী দেওয়া মামলাগুলো বিজ্ঞ আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে।
এছাড়াও বিবাদী আদালতে দেওয়ানী ১৮০/২০২০ বণ্টননামা মামলা এবং ফৌজদারী কার্যবিধি আইনে মামলা দিয়েছে যার সি আর মামলা নং- ১২৫/২৪ (ডাসার) ধারা: ভূমি অপরাধ প্রতিরোধ আইনের ৪(১) (ক)/৫(১) (ক)/৭(১)/১০/১৬। এতে দুটি মামলা চলমান থাকা সত্ত্বেও বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে মাহামুদা বেগম ও তার ভাই হালান সরদার গত শুক্রবার (১১ অক্টোবর) সকালে জমি দখল করে দেওয়াল তোলার জন্য ইট, বালু, সিমেন্ট এনে পাকা স্থাপনা নির্মাণ করার চেষ্টা চালায়। এ বিষয়ে সেলিম আহমেদের চাচাতো ভাই খোকন সরদার বলেন, আমার ভাইয়েরা তাদের পরিবারসহ ঢাকায় বসবাস করেন। তাই ভাইদের জমিজমা আমার বাবা ও আমাকেই দেখাশোনা করতে হয়। জমি দখলের বিষয়টি আমার বাবা জানতে পেরে ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডাসার থানার সাধারণ-জিডি নং-৩৮৯- তাং- ১১/১০/২০২৪। এ সময় ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে এসে ছত্রভঙ্গ করেন এবং ওই স্থানে কাজ করতে নিষেধ বাধা দেন।
অভিযুক্তরা হলেন ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বালিগ্রাম আনন্দ বাজার গ্রামের মৃত্যু শফিজ উদ্দিন সরদারের মেয়ে মাহামুদা বেগম (৪০), ছেলে হালান সরদার (৩৫), হায়দার সরদার (৪২), মেয়ে কোহিনুর বেগম (৪৫), মেহেদী (২২), দেলোয়ার সরদার (৪৮), আনেছ সরদার (৫০)।
এ বিষয়ে এ.বি.এম সেলিম আহমেদ বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের সুযোগ নিয়ে ৬ আগস্ট মাহমুদা বেগম আমাদের ক্রয়কৃত সম্পত্তির মধ্যে থাকা দোকানপাট ভাঙচুর করে। নগদ টাকা ও অন্যান্য মালামাল লুটসহ ১০ লাখ টাকার ক্ষতি সাধন করেছে। প্রমাণ স্বরূপ ভিডিও ফুটেজসহ ছবি সংরক্ষিত আছে আমাদের কাছে।
বিআলো/তুরাগ