মাধবপাশায় কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাধবপাশা ইউনিয়নে গতকাল সকালে মাধবপাশা বাজারে দরিদ্র ভ্যান চালক শাহিন (৩৪) ও তার পরিবারের ৫ জন সদস্যকে পাশ্ববর্তী বাড়ির মন্নান গাজি (৬৫) মহসিন গাজি (৩৮),হৃদয় গাজি (২৫) ও ভাড়াটিয়া তামিম (২৫) সহ আরো প্রায় দশজন সন্ত্রাসি মিলে পারিবারিক শত্রুতার জের ধরে হত্যা করার উদ্দেশ্যে হামলা ও পঙ্গু করে দেওয়ার প্রতিবাদে মাধবপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণ মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। এসময় আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রায় দেড় ঘন্টা বরিশাল বানারীপাড়া মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুদ্ধ এলাকাবাসী।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১২টা পর্যন্ত বরিশাল বানারীপাড়া মাধবপাশা বাজারে এ কর্মসূচি পালন করেন মাধবপাশা ইউনিয়নের সর্বস্থরের জনগণ।
এসময় বিক্ষুদ্ধ এলাকাবাসী বলেন, দরিদ্র ভ্যান চালক শাহিন (৩৪) ও তার পরিবারের ৫ জন সদস্যকে পাশ্ববর্তী বাড়ির মন্নান গাজি (৬৫), মহসিন গাজি(৩৮),হৃদয় গাজি(২৫) ও ভাড়াটিয়া তামিম(২৫) সহ আরো প্রায় দশ জন সন্ত্রাসি মিলে পারিবারিক শত্রুতার জেরে মার্ডার করার উদ্দেশ্য নির্মম নির্দয় ভাবে কুপিয়ে জখম করেন এবং পঙ্গু করার উদ্দেশ্য দুজনের পায়ের সাররগ কেটে দেন এমন নির্মম নির্দয় জঘন্যতম ঘটনা যেন আর না ঘটে এবং আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হোক। এসময় এলাকাবাসির পক্ষে বক্তব্য রাখেন মিজানুর রহমান (শিক্ষক) আরিফুর রহমান (শিক্ষক), শহিদ তালুকদার (ব্যবসায়ি), মোহাম্মদ আলি বেগ (মেম্বার), এনায়েত হোসেন মুন্না ( শিক্ষক), মন্নান হাওলাদার ( শ্রমিকদল সভাপতি) মিরাজ সরদার সহ স্থানিয় অন্যান্য ব্যাক্তিবর্গ।
মানববন্ধনে বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং বলেন যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তা না আসবে এবং আসামি ধরার প্রতিশ্রুতি না দিবে ততক্ষণ এ মানববন্ধন চলমান থাকবে। আন্দোলন এর একপর্যায়ে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত), মামলার আয়ু এস আই রিয়াজুল সাহেবের আগমন হয় এবং তারা বলেন আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে আসামি ধরার প্রতিশ্রুতি দিলে জনগন তা মেনে নেয় এবং অবরোধ সমাপ্তি ঘোষনা করা হয়।
বিআলো/তুরাগ