মানিকগঞ্জে রনি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
dailybangla
05th Jan 2025 9:00 pm | অনলাইন সংস্করণ
সাইফুল ইসলাম, মানিকগঞ্জঃ মানিকগঞ্জে নোরা ফাউন্ডেশন ও সোলন্ডী মিতরা যুব সমাজ – এর উদ্যোগে প্রয়াত রনির স্বরণে রনি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় সদর উপজেলার মিতরা গ্রামের সোলন্ডী-মিতরা ঈদগাঁ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।ফাইনালে অংশগ্রহণ করে মৃদুল-শিমুল বনাম মিশন-আমজাদ।মিশন-আমজাদের দল কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মৃদুল-শিমুলের দল।
প্রধান অতিথির বক্তব্যে কাজী ইকবাল হোসেন বলেন, আমার নেত্রী মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা আপার নেতৃত্বে, বেতিলা মিতরা ইউনিয়ন সহ মানিকগঞ্জ সদর উপজেলা কে আমরা মাদক মুক্ত রাখব। ছাত্র ও যুব সমাজকে নিয়ে খেলাধুলা ও লেখাপড়া বান্ধব সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ। ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মো: কাজী ইকবাল হোসেন।খেলাটি উদ্ভোদন করেন আইরমারা-মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মো: শাহিনুর ইসলাম তারেক।
টুর্নামেন্টে প্রয়াত রনির বাবা ও বিশিষ্ট সমাজ সেবক মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্তিত ছিলেন,মানিকগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মামুন হোসেন খান (শামীম)। আরোও উপস্থিত ছিলেন, ছাত্র নেতা কাজী অলীদ,আব্দুল আলীম সহ সোলন্ডী মিতরা যুব সমাজের সদস্য ও এলাকাবাসী।