• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    মানুষের জন্য কাজ করতে পারাটা সৌভাগ্যের: অধ্যাপক কামরুন নাহার হারুন 

     dailybangla 
    29th Mar 2025 7:33 pm  |  অনলাইন সংস্করণ

    সালাম মাহমুদ: হামদর্দ বাংলাদেশ সিনিয়র পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, মানুষের জন্য কাজ করতে পারটা সৌভাগ্যের ব্যাপার, এতে অহংকারের কিছু নেই। মানুষের জন্য কাজ করতে গিয়ে অহংকারের বশবর্তী হওয়া নিছক মূর্খতা ছাড়া আর কিছুই নয়। ২৯ মার্চ শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর জাকির হোসেন রোডস্থ আমরা সবাই ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় সামাজিক সংগঠন আমরা সবাই ফাউন্ডেশন আয়োজিত ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    এসময় তিনি আরও বলেন, আমরা সবাই ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মায়েদের কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছে। তাদের এই কাজের অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমরা সবাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম স্বপনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক্ট গভর্ণর (৩১৫ বি৩) মো. আশরাফ হোসেন খান হিরা, মোহাম্মদপুর সমাজ কল্যাণ সমিতির সভাপতি কৃষিবিদ হাসানুল হক পান্না, পিপলস ইউনিভার্সিটির প্রক্টর প্রফেসর হাবিবুর রহমান, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর সভাপতি সালাম মাহমুদ, আমরা সবাই ফাউন্ডেশন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান লিপটন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আমরা সবাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য আমজাদ হোসেন অপু।

    উল্লেখ্য, আমরা সবাই ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা, সাংস্কৃতিক বিকাশ ও জীবনযাত্রার উন্নয়ন এবং অসহায় মায়েদের যত্নে কাজ করে। অধ্যাপক কামরুন নাহার হারুন এই ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930