• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    মামলা বাণিজ্যের সঙ্গে জড়িত কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা 

     dailybangla 
    10th Jun 2025 5:22 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মামলা বাণিজ্যের সঙ্গে যদি কেউ জড়িত হয় তাদের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, আমরা ৮৪ জনকে অ্যাটাচ করে রেখেছি। ৩০-৪০ জনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কোনো রকম দুর্নীতি পেলে আরও ৩০-৪০ জনকে বাড়িতে পাঠাতে দ্বিধা করবো না।

    মঙ্গলবার সকালে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, আপনারা সব সময় বলেন জিডি এবং মামলা পুলিশ নিতে চায় না। এ জন্য এটা অনলাইনে করতে পারবেন। ইতোমধ্যে আমরা সিলেটে শুরু করেছি। এটা পুরো দেশে শুরু করবো। পাসপোর্টে এখন আর ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে না। এ রকম জিডি এবং মামলা করতে আপনাদের থানায় আসতে হবে না। থানায় না এসে অনলাইনেই আপনারা মামলা ও জিডি করতে পারবেন। মামলা বাণিজ্য বন্ধ করার জন্য অনলাইন করা হচ্ছে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে চলছে। এটা যদি কোনোভাবে কন্ট্রোলে আনতে পারতাম, তাহলে দেশটা কিন্তু অনেক এগিয়ে যেতো। আপনারা মানুষদের সচেতন করবেন যাতে দুর্নীতি না করে।

    তিনি বলেন, জুলাই গণহত্যা মামলার আসামির সংখ্যা বেশি হওয়ায় তদন্ত কার্যক্রম শেষ করতে সময় লাগছে। জুলাই ও আগস্টের হত্যা মামলাগুলোর বাদী জনগণ। আগে ১৫-২০ জনের নাম দিয়ে পুলিশ বাদী হয়ে মামলা দিতো। এখন তাদের দেওয়া মামলার আসামি অনেক বেশি। এসব মামলায় অনেক নির্দোষ ব্যক্তি রয়েছে। এজন্য কে দোষী আর কে নির্দোষ, তা বের করে দোষীদের শাস্তি ও নির্দোষ ব্যক্তি যেন হয়রানি না হয় সেজন্য তদন্ত কার্যক্রম শেষ করতে দেরি হচ্ছে।

    তিনি আরও বলেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কাঁচের মতো ঘর করে দেওয়া হবে। আপনারা দেখতে পারবেন যে তার সঙ্গে কোনো খারাপ আচরণ করা হচ্ছে কিনা।

    এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30