মার্কিন দূতাবাসে ভিসা আবেদন শেষে থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
dailybangla
27th Nov 2024 5:30 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ভিসা প্রক্রিয়ার জন্য ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বুধবার বেলা ২টার দিকে বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে বারিধারার মার্কিন দূতাবাসে যান। পরে সোয়া তিনটার দিকে তিনি তার গুলশানের বাসভবনে পৌঁছান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সঙ্গে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন।
বিআলো/শিলি