মালয়েশিয়া থেকে ফেরত পাঠালো ২৯ বাংলাদেশিকে
dailybangla
05th Apr 2024 1:19 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়া থেকে ২৯ বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ।
বুধবার (৩ এপ্রিল) রাজ্যের জোহর বাহরু পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে তাদের সরাসরি কুয়ালালামপুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।
সবাইকে ইমিগ্রেশন আইন-১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন-১৯৬৩ এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে অপরাধের সাজা শেষে নিজ খরচে দেশে পাঠানো হয়।
এর আগে ২০ মার্চ সাজা শেষে নিজ খরচে, একই ইমিগ্রেশন ডিপো থেকে ৩৯ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। অপরাধের মাত্রার ওপর নির্ভর করে তাদের পাঁচ বছর বা স্থায়ীভাবে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বিআলো/শিলি