• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাল্টিমিডিয়া জার্নালিষ্ট ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন এ.এস ওয়ারিয়র্স 

     dailybangla 
    21st Dec 2024 1:56 am  |  অনলাইন সংস্করণ

    ইবনে ফরহাদ তুরাগঃ মাল্টিমিডিয়া জার্নালিষ্ট ক্রিকেট লীগ-২০২৪ (সিজন-২) টুর্নামেন্টের ফাইনাল খেলায় ‘কন্টেন্ট কিংস’কে ৫ রানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা অর্জন করেছে এ.এস ওয়ারিয়র্স।

    ১৯ ডিসেম্বর (বৃহসপতিবার) দুপুর ২টায় ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হল ক্রিকেট গ্রাউন্ড মাঠে দুই দলের মুখোমুখিতে ‘পদ্মা ফাইটার্স’এর বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ‘ওপেনার সুমন ও অলরাউন্ডার রানার’ মারমুখী ব্যাটিং-এ নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১১৯ রান করতে সক্ষম হয় এ.এস ওয়ারিয়র্স।

    জবাবে ১২০ রানের টার্গেট-এ ব্যাটিং করতে নেমে ‘কন্টেন্ট কিংস’ শুরু থেকেই আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। উত্তেজনাকর এই ম্যাচে ওয়ারিয়র্স বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ চাপে পড়ে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১১৪ রান করতে সক্ষম হয় কন্টেন্ট কিংস’। এতে খেলায় ৫ রানে জয়লাভ করে এ.এস ওয়ারিয়র্স।

    ফাইনাল খেলা শেষে বিজয়ী দল এ.এস ওয়ারিয়র্সের হাতে ট্রফি ও পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ও বাংলা ভিশনের ব্যবস্হাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

    এবারের টুর্নামেন্টে বেষ্ট পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন বাংলা ট্রিবিউনের রাখেউল রানা। এবং ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন দেশের পাতার মো. সুমন।

    পুরুস্কার বিতরনকালে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. মো. মুমিত আল রশিদ, চেয়ারম্যান- ফার্সিয়ান ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাভিশন ডিজিটালের এক্সিকিউটিভ এডিটর বদরুল আলম নাবিল ও দৈনিক ইত্তেফাক এর হেড অব ডিজিটাল সারাফাত হোসেন।

    প্রসঙ্গত, আজ ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনীর মধ্যে দিয়ে শেষ হয়েছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লীগ-২০২৪ (সিজন ২) পাওয়ার্ড বাই পিপল এন টেক। এবারের আসরে দুই গ্রুপে মোট ৮টি দল অংশ করেছে। একইসাথে এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন ১২০ জন মাল্টিমিডিয়া জার্নালিস্ট। যারা বর্তমানে দেশের প্রথম সারির দৈনিক জাতীয় পত্রিকা, অনলাইন গণমাধ্যম, টেলিভিশন চ্যানেলে কর্মরত রয়েছেন। এছাড়াও বেশ কিছু নিউজ কন্টেন্ট ক্রিয়েটররাও বিভিন্ন দলে অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে এবারের আসরে।

    বিআলো/নিউজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930