মাস্কের স্টারলিংকে নিরাপত্তা ঝুঁকি, হোয়াইট হাউসের উদ্বেগ
আন্তর্জাতিক ডেক্স: ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংক নিয়ে উদ্বেগ বাড়ছে হোয়াইট হাউসে। একাধিক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলছেন, এই প্রযুক্তি বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হয়ে উঠতে পারে।
বিশেষ করে যুদ্ধ বা কৌশলগত পরিস্থিতিতে ইলন মাস্কের একক সিদ্ধান্তে স্টারলিংকের কার্যক্রম চালু বা বন্ধ হওয়ার ক্ষমতা থাকা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। এমন পরিস্থিতিতে রাষ্ট্রীয় স্বার্থ ও কূটনৈতিক কৌশলের উপর এর প্রভাব নিয়ে উঠেছে প্রশ্ন।
জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ঘনিষ্ঠ একটি সূত্র মার্কিন গণমাধ্যমকে জানিয়েছে, “একজন বেসরকারি উদ্যোক্তার হাতে এমন একটি কৌশলগত কমিউনিকেশন নেটওয়ার্কের পূর্ণ নিয়ন্ত্রণ কোনো রাষ্ট্রের জন্যই নিরাপদ নয়।”
উল্লেখযোগ্যভাবে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ড্রোন হামলার সময় স্টারলিংকের সংযোগ সীমিত করায় ইউক্রেনীয় বাহিনী কৌশলগত সমস্যায় পড়ে। ধারণা করা হয়, মাস্ক নিজেই ‘নীতিগত’ কারণে এই সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে এখনো ইলন মাস্ক বা স্পেসএক্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মাস্ক এর আগেও বলেছিলেন, “আমি যুদ্ধের পক্ষপাতী নই। আমার প্রযুক্তি শান্তির জন্য।”
বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধক্ষেত্রে যেহেতু প্রযুক্তিনির্ভরতা বাড়ছে, তাই স্টারলিংকের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে নীতিমালা থাকা জরুরি।
কংগ্রেসের কয়েকজন সদস্য এরই মধ্যে বিষয়টি নিয়ে শুনানি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রস্তাবের আহ্বান জানিয়েছেন।
বিআলো/সবুজ