মা হওয়ার খবর জানালেন অভিনেত্রী রাধিকা আপ্তে
dailybangla
14th Dec 2024 6:00 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে মা হওয়ার খবর জানিয়েছেন বলিউউ অভিনেত্রী রাধিকা আপ্তে।
শনিবার (১৪ ডিসেম্বর) ভালোবাসা ভরা ছবি যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, একদিকে রাধিকা তার সন্তানকে স্তন্যপান করাচ্ছেন। অপর দিকে ল্যাপটপে কাজ করছেন তিনি। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, জন্মের এক সপ্তাহ পর আমার প্রথম ওয়ার্কিং মিটিং।
যদিও ছেলে না মেয়ে হওয়ার খবর রাধিকা জানাননি। রাধিকার বন্ধু সারা আফজল অভিনেত্রীর পোস্টে লিখেছেন, আমার সবচেয়ে প্রিয় মেয়েরা। আর এতে স্পষ্ট যে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রাধিকা।
উল্লেখ্য, ২০১২ সালে রাধিকা ব্রিটিশ সংগীত পরিচালক বেনেডিক্ট টেলারকে বিয়ে করেছিলেন। রাধিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা পছন্দ করেন না। তাই তার ব্যক্তিগত জীবনের বিষয়ে সাধারণ মানুষ সেভাবে জানেন না।
বিআলো/শিলি