মা হচ্ছেন হোয়াইট হাউজের মুখপাত্র
আর্ন্তজাতিক ডেস্ক: হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন এই খবর নিজেই জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট আগামী মে মাসে একটি কন্যাসন্তানের জন্ম দিতে যাচ্ছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
লেভিট লেখেন, “বড়দিনের সেরা উপহার-আমাদের কন্যাসন্তান।” দায়িত্ব পালনরত অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়া তিনিই প্রথম হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি।
এই সময়ে সহযোগিতার জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান। লেভিট বলেন, পরিবারবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করায় প্রেসিডেন্টের ভূমিকা প্রশংসনীয়।
মাত্র ২৮ বছর বয়সে চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান ক্যারোলিন লেভিট। এর মাধ্যমে তিনি এই পদে দায়িত্ব পাওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে ইতিহাস গড়েন। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দৃঢ় অবস্থান ও কঠিন প্রশ্ন মোকাবিলার দক্ষতার জন্য তিনি ইতোমধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন। তথ্যসূত্র: ইয়াহু নিউজ
বিআলো/শিলি



