মিটফোর্ডে ভাঙারি ব্যবসা নিয়ে সংঘর্ষ, যুবককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে মো. সোহাগ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সোহাগ ভাঙারি পণ্যের ব্যবসায়ী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালে হলেও তিনি থাকতেন ঢাকার কেরানীগঞ্জে। কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, সোহাগ একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে তাঁর কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা, তা নিশ্চিত নয়।
পুলিশ জানায়, ভাঙারি ব্যবসার দখল নিয়ে পুরোনো বিরোধের জেরে টিটু, মনির, অপু দাস, মঈনসহ আরও কয়েকজন ব্যক্তি সোহাগকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে হত্যা করে। হত্যার পর তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিআলো/এফএইচএস