‘মিথিলা মঞ্চে, বাংলাদেশকে জয় করতে আপনার ভোট চাই!’
বিআলো ডেস্ক: থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ৭৪তম প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। ১২১ দেশের মধ্যে তার আত্মবিশ্বাস ও মঞ্চীয় পারফরম্যান্স ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
পিপলস চয়েস ভোটে দেশের মানুষকে পাশে চাইছেন মিথিলা। ভিডিওবার্তায় তিনি বলেন, “বাংলাদেশ এখনো লড়াইয়ে আছে। আমি মঞ্চে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। আমাদের জন্য এখন প্রয়োজন দেশপ্রেমভরা একটি ‘মিরাকল’ ভোট।”
তিনি আরও অনুরোধ করেছেন, ১৯ নভেম্বর পর্যন্ত সবাই বাংলাদেশের পক্ষে ভোট দিতে থাকুন। মিথিলা জানান, শক্তিধর দেশগুলো নানা কৌশলে ভোট বাড়াচ্ছে, কিন্তু বাংলাদেশের শক্তি হলো অসংখ্য মানুষ ও দেশপ্রেম।
দেশের শোবিজ তারকারাও মিথিলার পাশে। জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, শবনম ফারিয়া সহ আরও অনেকে ভোট দিতে দেশবাসীকে আহ্বান জানাচ্ছেন।
বিআলো/শিলি



