বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে মাওনা চৌরাস্তা ইয়াকুব আলী মাষ্টার টাওয়ারের নিজস্ব কার্যালয়ে ভুক্তভোগী শাহীন সুলতানা সুইটি সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি ইয়াকুব আলী মাষ্টার টাওয়ারের স্বত্বাধিকারী এবং শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রয়াত শহীদুল্লাহ শহীদের স্ত্রী।
ভুক্তভোগী সুইটি তার বক্তব্যে বলেন, সম্প্রতি দৈনিক সময়ের কাগজ পত্রিকায় ‘একাধিক মার্কেট নিয়ন্ত্রণে নিলেন বিএনপি নেতার স্ত্রী’ শিরোনামে সংবাদ পরিবেশন করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। তথ্যের সত্যতা যাচাই না করেই ওই পত্রিকার প্রতিনিধি মনগড়া সংবাদ প্রচার করে। ওই মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ইয়াকুব আলী মাষ্টার টাওয়ার শহীদুল্লাহ শহীদের তিন ভাই শাহ আলম, আসাব উদ্দিন এবং মোস্তফা কামাল জবর দখল করে। ওই সময় তারা আমাকে মার্কেটে উঠতে দেয়নি এবং শহীদের পাওনা বুঝিয়ে দেয়নি। আমার স্বামী মারা যাওয়ার পর তারা আমার সন্তানদেরকে মার্কেটের বিভিন্ন লেনদেন থেকে বঞ্চিত করে। অভিযুক্তরা মার্কেট থেকে ব্যাংক লোন পরিশোধ করার কথা বলে ভাড়া উঠিয়ে তা পরিশোধ করেনি। ওই টাওয়ারে উন্নয়ন কাজের জন্য আমার স্বামীর নামে ৮ কোটি টাকা ব্যাংক লোন রয়েছে। তারা গত কয়েক বছর মার্কেট থেকে ভাড়া তুললেও আমার স্বামীর অংশ আমার সন্তানদের অথবা আমাকে বুঝিয়ে দেয়নি। ব্যাংক লোন পরিশোধ না করায় এখন সুদ বেড়ে ১০ কোটি টাকা হয়েছে। গত ৫ আগস্টের পর মার্কেট নিয়ে প্রকাশ্যে বিরোধ সৃষ্টি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং বিএনপি নেতাকর্মীরা উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি সমাধান করে দেয়। বর্তমানে বৈধ এবং নিয়ম মেনেই আমি মার্কেটে অবস্থান করছি।
প্রয়াত শহীদুল্লাহর স্ত্রী শাহীন সুলতানা সুইটি আরো বলেন, শহীদুল্লাহ শহীদ জীবিত থাকাবস্থায় তার তিন ভাইকে সঙ্গে নিয়ে সুষ্ঠু সন্দরভাবে মার্কেট পরিচালনা করে আসছিল। ২০২০ সালের ডিসেম্বর মাসে তিনি মারা যাওয়ার পর অভিযুক্তরা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সন্তানসহ আমাকে বিভিন্নভাবে হয়রানি করে অমানবিক জীবনযাপন করেত বাধ্য করে। তারা ইয়াকুব পরিচালনা করে ব্যাংক লোন পরিশোধ করার চেষ্টা করছি। তারা শহীদের অংশ তার সন্তানদেরকে এবং আমাকে বুঝিয়ে দেয় নি।
বিআলো/তুরাগ