মিরপুরে আটতলা কন্সট্রাকশন ভবনের বারান্দা ভেঙ্গে নিচে পরে ভিক্ষুকের মৃত্যু
dailybangla
24th Mar 2025 4:37 pm | অনলাইন সংস্করণ
শেখ মো. বেলায়েত হোসেন: আজ আনুমানিক দুপুর ১টায় মিরপুর-১ সলিমুদ্দিন মার্কেট এলাকার আন্ডার কন্সট্রাকশন বিল্ডিং-এর অষ্টমতলার সামনের বারান্দা ধসে নিচে পরে এক প্রতিবন্ধি ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
বেসিক ডেভোলাপার এর তত্বাবধানে নির্মানাধীন ভবনের সেফটি সঠিক ভাবে না নেওয়াতে এই দূর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় এবং প্রশাসনের বক্তব্য এ তথ্য জানা গেছে।
দূর্ঘটনার পর এলাকায় যানযট দেখা দেয়। ঘটনার পরে এলাকাবাসীর ক্ষিপ্ত হয়ে পড়লে ডেভোলাপমেন্ট কোম্পানির সকল ওয়ার্কার এবং প্রতিনিধি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ছবি: প্রসেনজিৎ মজুমদার
ঘটনার বিল্ডিং এর সেফটি এবং নির্মান উপকরনকেও প্রশ্নবিদ্ধ করছে স্থানীয় এলাকাবাসী। তারা এই হত্যাকান্ডের বিচারের দাবিতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ।
বিআলো/তুরাগ