• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মিরপুরে পুলিশ বক্সে আগুন, মেট্রোরেলের ৪ স্টেশন বন্ধ 

     dailybangla 
    18th Jul 2024 6:13 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সহিংস সংঘর্ষের জেরে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে আগুন দিয়েছে কোটা আন্দোলনকারীরা। এতে মেট্রোরেল চলাচল সীমিত হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে গোলচত্বরে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়া হয়। এর ওপর দিয়েই গেছে মেট্রোরেলের লাইন।

    কোটাবিরোধী আন্দোলনকারীদের ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যে দুপুরের পর ঢাকার আগারগাঁও থেকে পল্লবী অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল এবং উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

    সহিংসতার জেরে চারটি স্টেশনে মেট্রোরেল চলাচল সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিটের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

    মেট্রো চলাচল বন্ধ থাকা এই চার স্টেশন হলো— মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া।

    ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফেসবুক পেজে বলা হয়েছে, ‘যাত্রীদের নিরাপত্তার স্বার্থে অদ্য বেলা ০২:২৫ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে মেট্রো ট্রেন চলাচল বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোট্রেন চলাচল স্বাভাবিক আছে। বন্ধ স্টেশনসমূহ চালু হলে তাৎক্ষণিক জানানো হবে।’

    এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান গণমাধ্যমকে বলেন, নিরাপত্তার কারণে মেট্রোরেলের ওই অংশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মেট্রোরেল চলাচল ফের শুরু হবে।

    দেখা গেছে, পল্লবী স্টেশনের কয়েকটি প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। ফলে যাত্রীরা বিপাকে পড়েছেন। উত্তরা থেকে যারা আসছেন, তাদের সেখানে নামিয়ে দেয়া হয়েছে। যাত্রীদের টাকাও ফেরত দেয়া হচ্ছে। মাইকে বলা হচ্ছে উত্তরা পর্যন্ত যাওয়া যাবে। মিরপুর ১১ নম্বর মেট্রোস্টেশন বন্ধ। আর ১০ নম্বরে অনেক গোলমাল হচ্ছে।

    বেলা ১১টার পর উত্তপ্ত হয়ে ওঠে মিরপুর ১০ নম্বর গোলচত্বর। রূপ নেয় রণক্ষেত্রে। কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করতে গেলে সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।

    আন্দোলনকারীরা গাড়ি ভাঙচুর শুরু করলে তাদের ধাওয়া করে। এরপর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ।

    কোটা আন্দোলনকারীরা সেখানে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। রাস্তায় আগুন ধরিয়ে দেয়। পুড়িয়ে দেয়া কয়েকটি মোটরসাইকেল।

    পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ বক্স থেকে সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে সড়কের বৈদ্যুতিক তারে।

    এর প্রভাব পড়ে মেট্রোরেলে। ছুটে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বেলা তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     

    ফরহাদ হত্যার প্রতিবাদে লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031