মিরপুর চিড়িয়াখানায় হাতির আক্রমণে কিশোরের মৃত্যু
dailybangla
11th Apr 2024 3:37 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
১১ এপ্রিল, বৃহস্পতিবার ঈদের দিন সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
জাতীয় চিড়িয়াখানার দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ঈদের দিন হওয়াতে চিড়িয়াখানায় মানুষের ঢল নেমেছে। প্রতিদিনের মতোই হাতি দিয়ে ফুটবল খেলা দেখানো হচ্ছিল। কিছু সময় খেলাধুলার পর হঠাৎ করে হাতিটি বিগড়ে যায়। বিগড়ে গিয়ে সামনে একটি কিশোরকে সুর দিয়ে ধরে আছাড় মারে। পরে কিশোরটির মৃত্যু হয়।
ওই সূত্রটি আরও জানায়, যে কিশোর নিহত হয়েছে সে চিড়িয়াখানার একজন কর্মীর সন্তান।
এ বিষয়ে জানতে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার এবং কিউরেটর ড. মজিবুর রহমানকে কল করা হলেও তারা কোনো সাড়া দেননি।
বিআলো/শিলি