মিরপুর টেস্টর দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু প্রোটিয়াদের
স্পোর্টস ডেস্ক: মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এদিকে আলোকস্বল্পতার কারণে প্রথম দিনের খেলা ১৫ মিনিট আগেই শেষ করা হয়। দ্বিতীয় দিনের খেলাও শুরু হয়েছে ১৫মিনিট আগে। তবে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত করেছে দক্ষিণ আফ্রিকা। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে লিড নিচ্ছে সফরকারীরা। এতে হতাশ হচ্ছে টাইগাররা।
প্রথম দিনের খেলা শেষে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা বলেছেন, প্রথম ইনিংসে অন্তত ১০০ রানে এগিয়ে থাকতে পারলে তাদের জন্য ভালো হবে। আর যত দ্রুত সম্ভব দক্ষিণ আফ্রিকাকে অলআউট করার অভিযানে নামবে বাংলাদেশ।
এর আগে প্রথম ইনিংসে ৪০.১ ওভারে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। যদিও প্রথম দিন শেষে ব্যাটিং ব্যর্থতা আড়াল করে পাদপ্রদীপের সব আলো কেড়ে নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পাঁচ উইকেট শিকার করে, ২০০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়ে। ব্যক্তিগত এই প্রাপ্তিতেই প্রথম দিনের বিকেলটা ছিল কিঞ্চিৎ রঙিন।
বিআলো/শিলি