মির্জাগঞ্জে সেচ্ছাসেবক দল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
আবুল কালাম আজাদ, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মাধবখালী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা জাফর তালুকদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকাল ৪ টায় মাধবখালী ইউনিয়নের নিউ মার্কেট এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। পরে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মনির খন্দকার, ওলামা দলের সাবেক কেন্দ্রিয় সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা জাফর তালুকদারের উপর আওয়ামী সন্ত্রাসী মনির তালুকদার, হিরন তালুকদার, জুয়েল তালুকদার, মিজান তালুকদার গংরা হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এই হামলায় জাফর তালুকদার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যদি কোন বিএনপির নেতা বা কর্মী আওয়ামী সন্ত্রাসীদের শেল্টার দেয়ার চেষ্টা করেন অথবা তাদের সাথে গোপন আঁতাত করার চেষ্টা করেন, তাহলে বিএনপির নেতাকর্মীরা আপনাদেরকে আগে শায়েস্তা করবে।
তারা আরো বলেন, জাফর তালুকদারকে হত্যার উদ্দেশ্যে যারা আক্রমন করেছে তাদের বিচার আমরা করবই করবো। প্রয়োজনে সর্বোচ্চ আদালত পর্যন্ত যাবো। আওয়ামী সন্ত্রাসীদের এক ইঞ্চিও ছাড় দেয়া হবে না।
বিআলো/তুরাগ



