মির্জাগঞ্জে ১৭ বছর পর জামায়াতের সমাবেশ
আবুল কালাম আজাদ, মির্জাগঞ্জ (পটুয়াখালী) পটুয়াখালীর মির্জাগঞ্জে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বইঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দীর্ঘ ১৭ বছর পর মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে পুনরায় সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি সমাপ্তি করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম আল কায়ছারী। আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
বিআলো/তুরাগ



