মিশা সওদাগরের হাত ধরে যাত্রা শুরু করল ‘সিগনেচার লাইফস্টাইল’
ঢাকার উত্তরা থেকে শুরু ফ্যাশন ব্র্যান্ড, কম দামে আধুনিক পোশাকের প্রতিশ্রুতি
হৃদয় খান: ঢাকাই সিনেমার প্রখ্যাত অভিনেতা মিশা সওদাগর হাতে তুলে নিয়ে নতুন ফ্যাশন ব্র্যান্ড ‘সিগনেচার লাইফস্টাইল’ এর যাত্রা শুরু করলেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর উত্তরা এলাকায় উদ্বোধন করা হয় এই লাইফস্টাইল ব্র্যান্ড।
এদিন অনুষ্ঠানে মিশা সওদাগর বলেন, “বিভিন্ন ব্র্যান্ডের ওপেনিংয়ের জন্য নিয়মিত প্রস্তাব পাই, কিন্তু এখন পর্যন্ত কোনোটি আগ্রহ সৃষ্টি করেনি। এবারই প্রথম সিগনেচার লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধন করলাম। কারণ দর্শক যেমন আমাকে বিশ্বাস করেন, আমি তেমনি সিগনেচার লাইফস্টাইলকে বিশ্বাস করি। তাদের ব্যবসায় স্বচ্ছতা, সততা এবং চলমান সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য আমাকে আকর্ষণ করেছে। এর সঙ্গে দামও নাগালের মধ্যে।”
সিগনেচার লাইফস্টাইলের সিইও লাইলা আহমেদ বলেন,
“আমাদের পণ্যের দাম হাতের নাগালে। এখানে সব ধরনের পোশাক পাওয়া যাবে। শুভ সূচনা উপলক্ষে বিশেষ ছাড়ও চলছে। কম খরচে ভালো মানের জিনিস আমাদের মূল প্রতিশ্রুতি।”
উদ্বোধনী অনুষ্ঠানে মিশা সওদাগর আরও যোগ করেন,
“সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানো অবশ্যই ইতিবাচক সিদ্ধান্ত। যারা সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলবে, তাদের প্রভাব সংস্কৃতিতে পড়বে এবং তা ক্ষতিগ্রস্থ হবে। মেধাবীদের সুযোগ দেওয়া উচিত। ক্রিকেট ও রাজনীতি এক করা যাবে না।”
মিশা আরও স্মরণ করান, ভারতীয় ক্রিকেট বোর্ডের রাজনৈতিক চাপের কারণে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও বাদ পড়েছিলেন। তখন তিনি সরাসরি ভারতীয় বোর্ডকে ‘ধিক্কার’ জানিয়েছিলেন।
উল্লেখ্য, সিগনেচার লাইফস্টাইল এখন ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। কম দামে আধুনিক পোশাক এবং স্বচ্ছ ব্যবসায়িক নীতি ব্র্যান্ডটিকে বিশেষ করে তুলেছে।
বিআলো/তুরাগ



