মীরগঞ্জ সেতুর নির্মাণযাত্রা শুরু: ভিত্তিপ্রস্তর স্থাপনে উৎসবমুখর পরিবেশ
ফাহিম আহমেদ, বাবুগঞ্জ (বরিশাল): বরিশালে আড়িয়াল খাঁ নদীর ওপর বহুল প্রতীক্ষিত মীরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো এ অঞ্চলের নতুন উন্নয়ন অধ্যায়।
শনিবার (৭ ডিসেম্বর) বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের (জেএডি-৮০৩৪) ৮ম কিলোমিটার এলাকায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি উৎসবের আবহ তৈরি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি. জে. ডি. এম সাখাওয়াত হোসেন (পি.এস.সি, এন.ডি.সি) মাননীয় উপদেষ্টা নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি ছিলেন, মোঃ ফাওজুল কবির খান
মাননীয় উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার।
বক্তারা বলেন, সেতুটি নির্মিত হলে হিজলা, মুলাদী, বাবুগঞ্জ ও কাজিরহাট এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন হবে, যা এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে নতুন গতি দেবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে সেতুটির জন্য অপেক্ষায় ছিলেন তাঁরা। ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে বহু প্রত্যাশিত স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
বিআলো/তুরাগ



