মুকুট না পেলেও বিশ্বমঞ্চে আলো ছড়ালেন মিথিলা
বিনোদন ডেস্ক: থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মিথিলা বলেন, “মিস ইউনিভার্সে অংশ নিয়ে আমি কাছ থেকে সব দেখেছি, কীভাবে প্রস্তুতি নিতে হয়। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ জয়ী না হয়েও জিতেছে।”
তার মতে, টপ ৩০-এ ওঠা প্রতিযোগীদের সবারই ফাইনালে যাওয়ার মতো মান ছিল। ভবিষ্যতে যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, তাকে সর্বোচ্চ সহায়তা করার প্রতিশ্রুতিও দেন তিনি।
গ্র্যান্ড ফিনালেতে মুকুট জিততে না পারলেও মিথিলা ইতিহাস তৈরি করেছেন। পিপলস চয়েসে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়ে এবং সেরা ৩০-এ জায়গা করে তিনি আলোচনায় আসেন।
বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় তিনি প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। হায়দার খান পরিচালিত এই সিনেমাটি রোহিঙ্গা ও হিন্দি দুই ভাষায় নির্মিত। প্রযোজনা করছে লায়ন প্রোডাকশন।
বিআলো/শিলি



