মুন্সীগঞ্জের গজারিয়া থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
মাসুদ অর্ণব, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সালেহা বেগম (৫৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) সকালে ঘুম থেকে উঠে তার মেয়ে আঁখি আক্তার জানালার পর্দা স্ট্যান্ডের সাথে মা সালেহা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখে। আশেপাশের লোক এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত সালেহা বেগম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হাজরাহাটী গ্রামের জামাদুল খয়রাতীর স্ত্রী বলে জানা গেছে।
নিহতের মেয়ে আঁখি আক্তার বলেন, প্রায় তিন বছর আগে আমি এবং আমার স্বামী আকরাম কাজের সন্ধানে গজারিয়া উপজেলায় চলে আসি। আমরা উপজেলার তেতৈতলা গ্রামে মৃত আরব আলী মাস্টারের ছেলে ডা. শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করতাম।এখানে আসার কিছুদিন পর খবর পেলাম আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। আমার মা সালেহা বেগম বাবার প্রথম স্ত্রী। এরপর থেকে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের পরিবারে ঝামেলা হতে থাকে। তখন আমার মা সালেহা বেগম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রায় দুই বছর আগে আমি আমার মা এবং দুই ভাইকে আমাদের এখানে নিয়ে আসি। মা বাসায় থাকতো। দুই ভাই স্থানীয় আনোয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে কাজ করতো।
মঙ্গলবার রাতে আমার দুই ভাই হাসান ও বিজয় রাতে কাজে ছিল। বাসায় আমি আমার স্বামী এবং মা ছিলাম। বুধবার সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা স্ট্যান্ডের সাথে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আশেপাশের লোক এবং পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।
গজারিয়া থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
বিআলো/তুরাগ