• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো 

     dailybangla 
    01st Mar 2025 2:13 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: মুসলিমদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

    পোস্টে জাস্টিন ট্রুডো লেখেন, ‘আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কানাডা এবং বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসের সূচনা উদযাপন করছে। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যারা প্রার্থনা করছেন এবং ইফতার উপভোগ করবেন তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি।’

    এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী গাজার চলমান সংকট নিয়েও কথা বলেন। তিরি বলেন, একটি বিশেষ চ্যালেঞ্জিং সময়ে পবিত্র মাসটির আগমন ঘটেছে। বিশেষ করে ফিলিস্তিনের গাজায় মানবিক সংকট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

    বিবৃতিতে ট্রুডো গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, অবশিষ্ট সব জিম্মিদের মুক্তি এবং বেসামরিক নাগরিকদের জন্য মানবিক ত্রাণের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকারে কানাডার সমর্থন পুনর্ব্যক্ত করেন।

    সবশেষ তিনি কানাডা সরকারের পক্ষ থেকে বিশ্বের সব মুসলিমদের উদ্দেশে লেখেন, ‘রমজান মুবারক!’

    প্রসঙ্গত, পবিত্র রমাজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১ মার্চ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রোজা রাখছেন মুসল্লিরা। পাশাপাশি রোজা রাখছেন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মুসলমানরাও।

    এছাড়া আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়া ও ইউরোপের ফ্রান্সেও চাঁদ দেখা যাওয়ায় এসব দেশে শনিবার থেকে রোজা পালন করা হচ্ছে। তবে ব্রুনাই, মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু হতে পারে ২ মার্চ থেকে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31