• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন 

     dailybangla 
    09th Nov 2024 11:16 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন, তিনি আজীবন মানবতার কল্যাণে কাজ করেছেন।

    জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সদ্য প্রয়াত মুহম্মদ আলতাফ হোসেন স্মরণে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, তৃণমূল সাংবাদিকদের সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ দীর্ঘ ৪৩ বছর যাবৎ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার সুনিশ্চিত করতে নানা প্রশংসনীয় কার্যক্রম করে আসছে। এই সংগঠনের প্রধান উদ্যোক্তা ও অন্যতম প্রতিষ্ঠাতা মুহম্মদ আলতাফ হোসেন তৃণমূল সাংবাদিকদের নিকট খুবই পরিচিত জনপ্রিয় মানুষ। তিনি সর্বদা ইতিবাচক ও উন্নয়নমূলক সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের উদ্বুদ্ধ করে গেছেন।

    জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ সাইন-এর সভাপতিত্বে ও মহাসচিব কামরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মুহম্মদ আলতাফ হোসেন-এর ছেলে ডাক্তার মো. মনির হোসেন ও মুনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি খায়রুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান প্রিন্স, জামাল হোসেন, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, যুগ্ম মহাসচিব কাজী মাহামুদুল হাসান, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, আতিকুর রহমান আজাদ, সাংগঠনিক সচিব মো. রাসেল সরকার, অর্থ সচিব আবেদ আলী, দপ্তর সম্পাদক রাব্বি মোল্লা, ঢাকা জেলার সভাপতি মহসিন উদ্দিন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আমেদ আলী, ক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মিলন, চাঁদপুর জেলা কমিটির সভাপতি কামাল হোসেন ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মদ আবু মুসা প্রমুখ।

    অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুম মুহম্মদ আলতাফ হোসেন-এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031