মেঘনায় নৌকা ভ্রমণে গিয়ে কিশোরের মৃত্যু
dailybangla
24th Jun 2024 11:35 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি: নরসিংদীতে ঈদ পরবর্তী নৌকা ভ্রমণে গিয়ে নৌকা থেকে লাফ দিয়ে মাথা ফেটে মো. আনাছ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
২৪ জুন, সোমবার বিকেলে নরসিংদী সদর উপজেলার করিমপুর মেঘনা নদীতে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আনাছ ওই গ্রামের আলম বাদশার ছেলে৷
নিহতের বাবা আলম বাদশা বলেন, আমি কাজে ছিলাম। তখন শুনতে পারি নদীতে নৌকা ভ্রমণে গিয়ে ডুবে মারা গিয়েছে। কেন কীভাবে পড়ে মারা গিয়েছে সেটা আমি এখনো জানতে পারিনি।
স্থানীয়রা ও নিহতের বন্ধুরা জানায়, মূলত আজকে ঘুরতে বের হয়েছিল আনাছ সহ সবাই। তখন মজার ছলে নদীতে লাফ দেয় আহাছ। পরে তাকে নদী থেকে তুলে হাসপাতালে নেওয়া হয়।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, মৃত্যুর ঘটনা আমরা জানতে পেরেছি। লাশ সদর হাসপাতালে মর্গে নেওয়া হচ্ছে।
বিআলো/শিলি