মেঘনায় শাহী ঈদগাঁহে বালু ভরাট
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি মির্জানগর বেপারী বাড়ি শাহী ঈদগাঁহে বালু ভরাটের কাজ সম্পন্ন করেছে বেপারী বাড়ি যুব আলোকিত নবজাগরণ সামাজিক সংগঠন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মানবিক ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
ঈদের নামাজসহ ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে ঈদগাঁহের বালু ভরাট করা হয়। সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রায় ৬০ জন সদস্য নিয়ে বেপারী বাড়ি যুব সমাজ ও প্রবাসীদের সমন্বয়ে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর বেপারী বাড়ি যুব আলোকিত নবজাগরণ সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়।
অল্প সময়ের মধ্যেই সংগঠনটি ঈদগাঁহ, কবরস্থান, মসজিদ, রাস্তাঘাটসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বারেক, আবুল কালাম, সজল মিয়া, মানিক মিয়া, আল আমিন, সেলিম মিয়া, সাদ্দাম মিয়া, ডা. শামীম, মোতালেব বেপারী, ইসমাইল হোসেন, স্বপন মিয়া, শাহীন মিয়া, সুমন মিয়া, মাসুম, শরিফ, সালমান, হাবিবসহ আরও অনেকে।
এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আবুল কালামসহ একাধিক সদস্য বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান, সাবেক ইউপি সদস্য নাসির উদ্দীন, সুরুজ মিয়া, ফিরুজ মিয়া, আউয়াল মিয়া, ডা. মোশাররফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বিআলো/আমিনা



