• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    মেঘনায় ৩০ লাখ মিটার কারেন্ট জাল ও ইলিশসহ ৭৮ জেলে গ্রেফতার 

     dailybangla 
    04th Nov 2024 12:27 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ লাখ মিটার নিষিদ্ধ জাল, সাতটি কাঠের বোট ও ৫০ কেজি ইলিশসহ ৭৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

    রবিবার (৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

    তিনি জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

    বাংলাদেশ সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষ্যে গোপন খবরে ৩ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হিজলা কর্তৃক বরিশাল জেলার হিজলা উপজেলাধীন মেঘনা নদী ও তৎসংলগ্ন এলাকায় মৎস্য বিভাগ ও নৌ পুলিশ এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে ৩০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৭ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ৫০ কেজি মা ইলিশসহ ৭৮ জন জেলেকে আটক করা হয়।

    তিনি আরও জানান, জব্দকৃত জালগুলো মৎস্য অধিদপ্তর ঢাকার উপ-প্রকল্প পরিচালক মুহাম্মাদ নাসির উদ্দীনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আটককৃত ৭৮ জন জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728