মেট্রোরেলের ছাদে কিশোর, বড় দুর্ঘটনা এড়ানো গেছে: ডিএমটিসিএল এমডি
নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের ছাদে কিশোর উঠে পড়ার ঘটনায় বড় ধরনের বিপদ ঘটতে পারত বলে মন্তব্য করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ। তিনি বলেন, কিশোরটি বিদ্যুতায়িত না হওয়াই সৌভাগ্য।
রাজধানীতে মেট্রোরেলের একটি ট্রেনের ছাদে কিশোর উঠে পড়ায় রোববার রাত ৮টা ৫ মিনিটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে নিরাপত্তাকর্মীরা মই এনে তাকে নামালেও ওই রাতে আর ট্রেন চলেনি, ফলে যাত্রীদের ভোগান্তি হয়।
সোমবার উত্তরা কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের এমডি জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে অপারেশন থামিয়ে পুরো রাত জুড়ে ট্র্যাকজুড়ে অনুসন্ধান চালানো হয়। সকালে সুইপ ট্রেন চালিয়ে আবার যাচাই করার পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
তিনি বলেন, ভিডিওতে দেখা গেছে কিশোরটি কারওয়ান বাজার থেকে ট্রেনে উঠে আগারগাঁও পযর্ন্ত আসে এবং ট্রেন বদলের সংযোগস্থল দিয়ে ছাদে ওঠে। আরও কেউ ছিল কিনা সেটি রাতভর তল্লাশি চালিয়ে খোঁজা হয়েছে।
ফারুক আহমেদ জানান, সব যাত্রীর জন্য নির্ধারিত দরজাই ব্যবহারের নিয়ম। কিশোরটি কীভাবে ফাঁক দিয়ে ঢুকল এবং তার উদ্দেশ্য কী ছিল- এগুলো তদন্ত করবে পুলিশ।
সামাজিক মূল্যবোধ বৃদ্ধিতে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘পাবলিক সেইফটি আমাদের প্রথম অগ্রাধিকার। নাগরিক সচেতনতা বাড়াতে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বিআলো/শিলি



