মেহেরপুরে বাগোয়ান ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠান
মো. সাজ্জাদ হোসেন, মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন বিএনপি উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে বাগোয়ান খেলার মাঠে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।
বক্তব্য রাখেন বিএনপি নেতা মোখলেসুর রহমানের, মেহেরপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল হামিদ, মুজিবনগর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি শাহীনুর রহমান, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, জেলা যুবদলের সদস্য আরিফ হোসেন ও তুষার। এ সময় জুলাই-আগস্ট এ নিহত সকল ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আহত ব্যক্তিদের দ্রুত রোগ মুক্তি কামনা করা হয়।
বিআলো/তুরাগ