মেহেরপুরে শিক্ষক কাজী আনিসুজ্জামানকে ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ বিদায়
মো. সাজ্জাদ হোসেন, মেহেরপুর: মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী আনিসুজ্জামান চাকরি থেকে অবসর গ্রহণ করায় বিদ্যালয় থেকে তাকে যেভাবে বিদায় দেওয়া হলো।
গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু করা হয়। শুরুতেই বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে বিদায় অনুষ্ঠান চলার পর দুপুর তিনটার দিকে আনুষ্ঠানিক বিদায় দেওয়ার জন্য পূর্ব থেকে ফুল দিয়ে সাজানো একটি ব্যক্তিগত গাড়ি প্রস্তুত রাখা হয়।
বিদায় সংবর্ধনার আনুষ্ঠানিকতা শেষে কাজী আনিসুজ্জামান নিচে নেমে আসেন। এ সময় বিদ্যালয়ের ছাত্রীরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ বিদায় জানান। পরে বিদ্যালয় চত্বরে রাখা ফুল দিয়ে সাজানো গাড়িতে চড়ে মেহেরপুর শহরের বোসপাড়াস্থ তার বাসভবনে পৌঁছে দেওয়া হয়।
এ সময় সিনিয়র শিক্ষক মোহাম্মদ সিরাজ উদ্দিন, খসরু পারভেজ, সাইদুর রহমান, জনি আলম, আব্দুল মান্নান, আলিমুজ্জামান রিপন, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ