মোঃ ফারুক আহমেদকে হারাতে চান না বাবুগঞ্জবাসী
ফাহিম আহমেদ (বাবুগঞ্জ) বরিশাল: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফারুক আহমেদ ১ ডিসেম্বর ২০২৪ সালে দায়িত্ব গ্রহণ করেন। তিনি চ্যালেঞ্জপূর্ণ সময়ে দায়িত্বভার গ্রহণ করে এক বছরে প্রশাসনিক কার্যক্রম, জনসেবা এবং অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে সফলভাবে সময় অতিক্রম করেছেন।
দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সরকারের বরাদ্দকৃত সম্পদকে মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহার করার পাশাপাশি উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। তার উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে—উপজেলা পরিষদের পুকুর সৌন্দর্য বর্ধন, উপজেলা পরিষদ সীমানা প্রাচীর নির্মাণ, শিশুদের জন্য আধুনিক ও নিরাপদ খেলাধুলার স্লাইডার নির্মাণ, অফিসার্স কোয়ার্টারের নান্দনিক ঘাটলা নির্মাণ, উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায়, গৃহহীন ও প্রতিবন্ধী পরিবারের জন্য বসবাসযোগ্য ঘর নির্মাণ ও প্রদান, সড়ক, কালভার্ট ও জনসুবিধামূলক স্থাপনা সংস্কার।
কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশে ২১ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। বাবুগঞ্জও এই তালিকায় রয়েছে। ফলে এক বছর সততার সহিত কাজ করার পর অবশেষে মোঃ ফারুক আহমেদকে বদলি করতে হচ্ছে।
তবে বাবুগঞ্জবাসী এই প্রস্তাবে রাজি নয়। ২৭ নভেম্বর সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা নব যোগদানকৃত বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ খায়রুল আলম সুমনের সঙ্গে বক্তব্য রাখেন। তারা বলেন, তারা তাদের উপজেলা নির্বাহী অফিসারকে হারাতে চান না এবং আগামী দিনগুলোতেও বাবুগঞ্জের উন্নয়নের জন্য তাকে দায়িত্বে দেখতে চান।
বিআলো/ইমরান



