• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    মোটরসাইকেলের গতিসীমা পুনর্বিবেচনার দাবি বাইকচালকদের 

     dailybangla 
    13th May 2024 6:12 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীর বিআরটিএ ভবনে বিআরটিএ’র চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন মোটরসাইকেল চালকরা। রবিবার বাংলাদেশ মোটরসাইকেল কমিউনিটির ব্যানারে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় সংগঠনের সদস্য ছাড়াও শত শত সাধারণ বাইকাররা অংশগ্রহণ করেন।

    মোটরবাইকারদের দাবি যেখানে রিকশা, ভ্যান, ভটভটি চলে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে, সেখানে মোটরসাইকেল কীভাবে ৩০ কিলোমিটার গতিতে চলবে? এটা কোনোভাবেই বিজ্ঞানসম্মত নয়। এছাড়াও বিভিন্ন প্রকার রাস্তায় বিআরটিএ যে গতিসীমা নির্ধারণ করেছে তাও যুক্তিসংগত নয়।

    সড়ক দুর্ঘটনার কারণগুলোর অন্যতম হলো ‘ত্রুটিযুক্ত যানবাহন’ ও ‘অদক্ষ-অনিরাপদ চালক’। এ দুটি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দুর্ঘটনা কমাতে ওই দুটি কারণের দিকে নজর না দিয়ে যানবাহনের গতিসীমা নির্ধারণ করে দিয়ে তারা নতুন যে উদ্যোগ নিয়েছে তা কতটা ফলপ্রসূ হবে সে বিষয়ে প্রশ্ন উঠেছে। নিজেদের কাজের দায় জনগণের ঘাড়ে চাপানো হচ্ছে বলে অভিযোগ করছেন অনেকে।

    মোটরবাইকের ৩০ কিলোমিটার গতিসীমা নির্ধারণের কারণে মোটরবাইকের পেছনে যেসব দ্রুতগতির যানবাহন চলবে সেগুলো সামনে থাকা মোটরবাইককে ধাক্কা দিলে দুর্ঘটনার পরিমাণ বাড়বে বা পেছনে থাকা যানবাহনগুলো যদি সামনে থাকা মোটরবাইকের গতিতে চলতে থাকে তাহলে যানজটের পরিমাণ আরও বাড়বে। তাছাড়া বাংলাদেশের সব রাস্তায় লেন নেই বা লেন তৈরি করাও সম্ভব নয়। মোটরবাইকের এ গতিসীমা নির্ধারণের কারণে যেখানে লেন নেই সেখানে আরও দুর্ঘটনার পরিমাণও বাড়বে।

    বাইকাররা বলছেন, আমরাও আইন মেনেই চলতে চাই। কিন্তু দেখা যাচ্ছে, এ আইন মানতে গিয়ে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে।

    তাই মোটরবাইকারদের দাবি যারা এ বিষয়ে বিশেষজ্ঞ এবং যানবাহন পরিচালনার সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে নিয়ে একটি কমিটি করে এ নীতিমালাকে সংশোধন করে নতুন একটি যুগোপযোগী, কার্যকরী ও বাস্তবসম্মত নীতিমালা তৈরি করা যার মাধ্যমে রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা সংখ্যা কমিয়ে আনা এবং রাস্তার যানজট সমস্যার সমাধান করা সম্ভব হয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728