মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ইমামের
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদ হাসান নামে এক ইমামের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত হাফেজ জাহিদ হাসান (৩০) বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলী ছেলে।
জানা যায়, নিহত জাহিদ হাসান বগুড়ায় একটি মসজিদে ইমাম দায়িত্ব পালন করতেন। শুক্রবার সকালে তার শ্বশুরবাড়ি গোবিন্দগঞ্জ থেকে জুমার নামাজের ইমামতির জন্য মোটরসাইকেল নিয়ে কর্মস্থল বগুড়ায় যাচ্ছিলেন। যাওয়ার পথে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মাথা ও মুখ থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
বিআলো/শিলি