মোবাইল ব্যবহারকারীদের উদ্দেশে বিটিআরসির জরুরি বার্তা
dailybangla
14th Jan 2026 4:08 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: মোবাইল ফোনের এনইআইআর সিস্টেম নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো অপপ্রচারকে ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
বিটিআরসি জানায়, ১ জানুয়ারি থেকে চালু হওয়া এনইআইআর সিস্টেমের সব তথ্য দেশের অভ্যন্তরে নিরাপদভাবে সংরক্ষিত রয়েছে। গ্রাহকের ডাটা সুরক্ষায় সরকারের ডাটা প্রোটেকশন আইনের সব নিয়ম অনুসরণ করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ব্যবহৃত আইপি বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের নামে এপিএনআইসি থেকে বরাদ্দপ্রাপ্ত। ফলে কোনোভাবেই ডাটা দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই।
বিটিআরসি জনগণকে এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে গুজব এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে এবং জানিয়েছে, সিস্টেম পরিচালনার সব কার্যক্রম দেশের ভেতরেই সম্পন্ন হচ্ছে।
বিআলো/শিলি



