মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: নতুন গৃহকর্মীকে ঘিরেই সন্দেহ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় একমাত্র সন্দেহভাজন হিসেবে নতুন গৃহকর্মীকে চিহ্নিত করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তদন্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ঘটনাপূর্ব চার দিন আগে ওই নারী গৃহকর্মীর কাজ শুরু করেন এবং প্রতিদিন মুখ ঢেকে বা বোরকা পরে বাসায় আসতেন। ফলে সিসিটিভি ক্যামেরায় তার মুখ শনাক্ত করা যায়নি। নিহত দুজন ছাড়া কেউ তার নাম-ঠিকানা জানতেন না।
সোমবার (৮ ডিসেম্বর) শাহজাহান রোডের একটি বহুতল ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫) ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। ঘটনার সময় পরিবারপ্রধান আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন।
তিনি থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে সকাল ৭টা ৫১ মিনিটে গৃহকর্মী বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান। সঙ্গে নিয়ে যান পরিবারের মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা।
নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কাজের খোঁজে আসা ওই নারীকে লায়লার কাছে নিয়ে গিয়েছিলেন, তবে তার পরিচয় জানতেন না। নিহত পরিবারের স্বজনরাও একই তথ্য জানিয়েছেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, ‘গৃহকর্মী নারীর পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। তদন্ত এগোচ্ছে।’
মা-মেয়ের মরদেহ মঙ্গলবার নাটোরে জানাজা শেষে দাফন করা হয়। শোকাহত স্বজনরা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বিআলো/শিলি



