মোহাম্মদপুরে রমজান উপলক্ষে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেজ
dailybangla
03rd Mar 2025 7:41 pm | অনলাইন সংস্করণ
প্রসেনজিৎ মজুমদার: মোহাম্মদপুরে রমজান উপলক্ষে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেজটি সাড়া ফেলেছে। গতকাল মোহাম্মদপুরের শ্যামলীর শিশুমেলার মাঝামাঝি ব্যস্ত সড়কে হঠাৎ কিছু মানুষ দৌড়ে চলে গেলো। কৌতুহলবশত দাঁড়ালাম।
সরেজমিনে গিয়ে জানতে পারলাম টিসিবি প্রথম রোজায় ৪৪৫ টাকার প্যাকেজের আওতায় ২শ’ জনকে ২ লিটার তেল, ১০০ টাকা দুই কেজি মসুর ডাল, ৬০ টাকা দরে ২ কেজি ছোলা, ১ কেজি চিনি ৭০ টাকা এবং আধা কেজি খেজুর ১৫৫ টাকায় দিচ্ছে। এর জন্য কারো কোন কার্ড প্রয়োজন নেই। এই রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেজটি সীমিত হলেও সাধারণের জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিগত বেশ কয়েক মাস ধরে মোহাম্মদপুরের চলমান ভীতিকর পরিস্থিতিকে কিছুটা হলেও স্বাভাবিক করে তুলেছে টিসিবির এই উদ্যোগ।
বিআলো/তুরাগ