ম্যানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে বকেয়া ফি’র কারণে শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণে বাধা
নিজস্ব প্রতিবেদক: ম্যানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে বৃহস্পতিবার অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিতে বাধা দেওয়া হয় বকেয়া টিউশন ফি না দেওয়ার কারণে। শিক্ষার্থীর বাবা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ফি পরিশোধের আশ্বাস দিলেও স্কুল কর্তৃপক্ষ তা মানেনি এবং তৎক্ষণাৎ ফি পরিশোধ ছাড়া পরীক্ষায় অংশ নিতে দেবে না বলে জানায়।
স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীকে রোববারের (২৩শে নভেম্বর) পরীক্ষাতেও অংশ নিতে দেয়নি। স্কুলের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. মাহবুব-উল-আলম অনুপস্থিত থাকায় দায়িত্বে ছিলেন ভাইস প্রিন্সিপাল মো. আনোয়ারুল করিম। অতিরিক্ত সময় দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করায় শিক্ষার্থী গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো দিতে পারেনি।
অভিভাবক ও শিক্ষাবিদরা সতর্ক করে বলেন, এ ধরনের কঠোর পদক্ষেপ শিক্ষার্থীদের মানসিক ও শিক্ষাগত জীবনে গুরুতর প্রভাব ফেলতে পারে। এই ঘটনা আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীর শিক্ষার অধিকার—এই দুইয়ের ভারসাম্য নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
বিআলো/ইমরান



