• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন হবিগঞ্জের আবু তাহের মুহাম্মদ জাবের 

     dailybangla 
    22nd Aug 2025 2:12 pm  |  অনলাইন সংস্করণ

    হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিশিষ্ট লেখক ও ভ্রমণ সাহিত্যিক আবু তাহের মুহাম্মদ জাবের সচিব পদে পদোন্নতি পেয়ে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যোগদান করেছেন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান আবু তাহের মুহাম্মদ জাবের বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে এম এস এস সম্পন্ন করে তিনি ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বিসিএস প্রশাসন সার্ভিসে যোগদান করেন।

    কর্মজীবনে তিনি ঢাকা জেলা ও নেত্রকোনা জেলায় সহকারি কমিশনার তৃতীয়, দ্বিতীয় ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে দীর্ঘ ৫ বছর বিচারিক দায়িত্ব পালন করেন। তিনি নেত্রকোণা সদরের সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল এর উপজেলা নির্বাহি অফিসার হিসেবে কাজ করেছেন। আবু তাহের মুহাম্মদ জাবের জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সচিব/সদস্যের একান্ত সচিব হিসেবে কাজ করেন। তিনি মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব এর দায়িত্ব পালন করেন এবংদেশে বিদেশে বিভিন্ন ইন্সটিটিউটে প্রশিক্ষণ গ্রহণ করেন।

    তিনি শ্রীরাম ইন্সটিটিউট অব বিজনেস এন্ড ইনফরমেশন, নিউ হরাইজন ইন্ডিয়া লিমিটেড থেকে হার্ডওয়ার এন্ড নেটওয়ার্কিং স্পেশালিস্ট প্রোগ্রাম কোর্স সম্পন্ন করেন। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান ডিজাস্টার পিপেয়ার্ডনেস সেন্টার থেকে ইন্টারন্যাশনাল ট্রেনিং কোর্স অন ক্লাইমেট চেঞ্জ ম্যানেজমেন্ট, সাইন্স ইন্সটিটিশন এবং সোসাইটি প্রোগ্রাম সম্পন্ন করেন। তিনি ইউনিটার জেজো এবং কোরিয়ান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সী কর্তৃক সিউলে আয়োজিত হিউম্যান সিকিউরিটি এবং ট্রাফিকিং প্রটেকশন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি নেদারল্যান্ডের হেগ একাডেমী ফর লোকাল গভর্ন্যান্স এ লোকাল ইকনমিক ডেভলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি দেশে আইন প্রশাসন, ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

    আবু তাহের মুহাম্মদ জাবের বিশ্ব ব্যংকের রুরাল আরবান ও রিজেলিয়েন্স ইউনিটে কনসালটেন্ট হিসেবে ঢাকা অফিসে লিয়েনে কাজ করেন। তিনি ইউনিয়ন পরিষদ অপারেশন ম্যানুয়েন, পৌরসভা অপারেশন ম্যানুয়েন, ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট অপারেশন ম্যানুয়েল, প্রতিবন্ধীদের উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা, গ্রাম আদালত, সহজ পাঠ ইত্যাদি প্রণয়ন করেন। তিনি বিশিষ্ট আইনবিদ গাজী শামসুর রহমানের তত্ত্বাবধানে বেশ কয়েকটি আইনগ্রন্থ ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করেন।

    তিনি সরকারি দায়িত্ব পালনের জন্য, বিভিন্ন আর্ন্তজাতিক সম্মেলনে যোগদান অথবা ব্যক্তিগত ভ্রমণে যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাজ্য, সুইডেন, সাউথ কোরিয়া, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, তুরস্ক, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, আজারবাইজান, উজবেকিস্থান, কাজাকাস্থান, নেদারল্যান্ডস, নেপাল, ইটালী, মরিশাস, মনাকো, ফ্রান্স ও স্পেন ভ্রমণ করেন।
    উল্লেখ্য, আবু তাহের মুহাম্মদ জাবের চুনারুঘাট উপজেলার রানীরকোট গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তাঁর পরিবার একই উপজেলার উসমানপুর গ্রামে বসবাস করছেন। বুয়েটের প্রতিষ্ঠাতা ভিসি ড. এম এ রশীদ তাঁর বংশের কৃতিমান পুরুষ। এই পরিবারে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, শিক্ষক, কবি, সাহিত্যিক সহ অনেক গুণীজন জন্মগ্রহণ করেছেন। ছাত্র জীবন থেকেই আবু তাহের মুহাম্মদ জাবের লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930