যাত্রাবাড়ীর ঝোপে মিলল হাত বাঁধা অবস্থায় যুবকের মরদেহ
dailybangla
18th May 2024 10:38 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি পানিযুক্ত ঝোপঝাড় থেকে হাত বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। তার আনুমানিক বয়স হবে ৩৫ বছর।
শনিবার বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
ওসি জানান, এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি। সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। মরদেহটি যাত্রাবাড়ী এলাকায় একটি পানিযুক্ত ঝোপঝাড়ে পড়েছিল। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে পিছন দিক থেকে ওই মরদেহের হাত বাঁধা ও গলিত। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিআলো/শিলি