যুক্তরাষ্ট্রের নজর ভেনেজুয়েলায়: গোপন অভিযানের ইঙ্গিত
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় নতুন অভিযান শুরুর সম্ভাবনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। চারজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর ট্রাম্প প্রশাসনের চাপ বাড়তে থাকা অবস্থায় এ আলোচনা সামনে আসে।
রয়টার্স জানায়, নতুন অভিযানের সময় বা পরিধি সম্পর্কে কিছু নিশ্চিত হওয়া যায়নি। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পদক্ষেপ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন কিনা—তাও স্পষ্ট নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলা ইস্যুতে ওয়াশিংটনের তৎপরতা বেড়েছে; এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
দুই মার্কিন কর্মকর্তা বলেন, সম্ভাব্য পদক্ষেপের প্রথম ধাপে মাদুরোর বিরুদ্ধে গোপন অভিযান চালানো হতে পারে। বিষয়টি সংবেদনশীল হওয়ায় কেউই পরিচয় প্রকাশ করতে চাননি। জানতে চাইলে পেন্টাগন হোয়াইট হাউসের কাছে পাঠিয়েছে রয়টার্সকে। সিআইএও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, আমেরিকার বাজারে ভেনেজুয়েলার মাদক সয়লাব হওয়া ঠেকাতে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় সব উপাদান ব্যবহারে প্রস্তুত প্রেসিডেন্ট। দুই কর্মকর্তা আরও জানান, আলোচ্য পদক্ষেপগুলোর মধ্যে মাদুরোকে অপসারণের পরিকল্পনাও রয়েছে। তবে এ বিষয়ে জানতে চাইলে কারাকাস এখনো কোনো মন্তব্য করেনি।
বিআলো/শিলি



