• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    যুক্তরাষ্ট্রের শুল্কে প্রবৃদ্ধি কমলেও বৈশ্বিক মন্দার আশঙ্কা নেই: আইএমএফ 

     dailybangla 
    18th Apr 2025 2:27 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্কের ঘোষণা বিশ্বে বড় ধরনের অনিশ্চয়তার সৃষ্টি করলেও, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে যে, এই পরিস্থিতি বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি সৃষ্টি করবে না।

    আইএমএফ তাদের সাম্প্রতিক পূর্বাভাসে বলেছে, বাণিজ্য উত্তেজনা ছড়িয়ে পড়ার ফলে শেয়ার বাজারে মন্দা দেখা দিয়েছে এবং দেশগুলোর মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। তবে, তাদের মতে, বিশ্ব অর্থনীতি এই অনিশ্চয়তা থেকে বিপর্যস্ত হলেও মন্দা শুরু হবে না।

    আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক, ক্রিস্টালিনা জর্জিয়েভা, গতকাল বলেছেন, “অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় সমস্ত দেশকেই তাদের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে।” তিনি ইউরোপীয় দেশগুলোর উদ্দেশে বলেন, “অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কিত বিধিনিষেধ কমানো এবং একক বাজারকে আরো কার্যকরী করা উচিত।”

    ২ এপ্রিল ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন, যার মধ্যে ১০ শতাংশ ন্যূনতম শুল্কও ছিল। এই ঘোষণার পর বিশ্বের শেয়ার বাজারে এক ধরনের ধস নামলেও, ৯ এপ্রিল ট্রাম্প তা চীন ছাড়া বাকি দেশগুলোর জন্য ৯০ দিন স্থগিত করেন। পরবর্তীতে, ট্রাম্প প্রশাসন চীনসহ সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করে।

    আইএমএফের পূর্বাভাসে বলা হয়েছে, “নতুন প্রবৃদ্ধি কিছুটা নিম্নমুখী হলেও এর কারণে মন্দার আশঙ্কা নেই।” তবে, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেছে, জানিয়ে তারা বলেছে যে, ট্রাম্পের শুল্কের ফলে বিশ্ব বাণিজ্য কমতে পারে এবং এতে আর্থিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে।

    এই পরিস্থিতির মাঝে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও বাণিজ্য উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে তাদের সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আইএমএফের অবস্থান যদিও কিছুটা কম ঝুঁকিপূর্ণ মনে হলেও, বৈশ্বিক অর্থনীতি এ অস্থিরতা কাটিয়ে উঠতে কেমন প্রভাব ফেলবে তা পরবর্তী সময়ে স্পষ্ট হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930