যুক্তরাষ্ট্রে কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৭
dailybangla
05th Nov 2025 4:34 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ইউপিএসের একটি এমডি-১১ কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বিমান ক্রু রয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের ডানায় আগুন ধরে বিস্ফোরণ হয়। এরপর বিমানটি নিচে পড়ে শিল্প এলাকার ভবনে আছড়ে পড়ে আগুন ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষ নিহতদের পরিচয় নিশ্চিতের কাজ চালাচ্ছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময় একটি ইঞ্জিন বিচ্ছিন্ন হয়েছিল।
বিআলো/শিলি



