যুবদলের সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ছয়জন নিজ পদে পুনর্বহাল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে পূর্বে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন—ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম, মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক মো. কামরুল হাসান, মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন, পটুয়াখালীর রাংগাবালী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এইচ এম মুরাদ উদ্দিন (বিপ্লব তালুকদার), মো. নাহিদুজ্জামান সোহাগ এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনু।
দলীয় সূত্র জানায়, বহিষ্কৃত নেতারা পৃথকভাবে আবেদন জানালে বিষয়টি কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পর্যালোচনা করা হয়। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এর মধ্যে জাহিদ হোসেন মোড়লসহ ছয়জনকে তাদের স্ব স্ব পদে পুনর্বহাল করা হয়েছে। অপরদিকে চাঁদপুর মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হলেও তাকে কোনো পদে পুনর্বহালের বিষয়ে পৃথক সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া (মিন্টি) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
দলীয় সূত্র আরও জানায়, সংগঠনের শৃঙ্খলা সুদৃঢ় করা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে ভবিষ্যতে নেতাকর্মীদের আরও সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিআলো/তুরাগ



