যুবসমাজকে সুস্থ ধারায় ফেরানোর আহ্বান: ড. খন্দকার মারুফ হোসেন
দাউদকান্দিতে ইয়াং স্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
মোঃ শাহাদাত হোসেন তালুকদার, দাউদকান্দি: উদ্যম, উত্তেজনা আর উৎসবমুখর আবহে সেজে ওঠে দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) এখানে অনুষ্ঠিত হয় ইয়াং স্টার ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল। মাঠে খেলা, উচ্ছ্বাস, উন্মাদনার পাশাপাশি যুবসমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক চর্চার সঙ্গে যুক্ত করার লক্ষ্য স্পষ্ট হয়ে উঠে এই প্রতিযোগিতায়।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন, যিনি শুভেচ্ছা বক্তব্যে বলেন,
“যুবসমাজই জাতির সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতিচর্চার বিকল্প নেই।” তিনি আরও যোগ করেন, মাদক ও সকল ধরনের অসামাজিক কার্যক্রম থেকে দূরে থাকার পাশাপাশি মাঠের খেলাই তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে পারে এবং সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে পারে।
ড. খন্দকার আরও উল্লেখ করেন, “তৃণমূল পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতা গড়ে তোলে।” তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও খেলাধুলার পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম এবং যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার। এছাড়াও মারুকা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো যুবসমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা। মাঠে উত্তেজনা ও প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণরা শারীরিক ও মানসিক শক্তি অর্জন করছে, যা তাদের ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।
ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করা হয় এবং সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানানো হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে করা হবে, যাতে দাউদকান্দির যুবসমাজ ক্রীড়া ও সুস্থ বিনোদনের মাধ্যমে দেশ ও সমাজের জন্য আরও বেশি সক্রিয় ও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বিআলো/তুরাগ



