রজব মাসের চাঁদ দেখা গেল, রমজানের ক্ষণগণনা শুরু
বিআলো ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে হিজরি ১৪৪৭ সনের রজব মাসের চাঁদ দেখা গেছে। শনিবার চাঁদ দেখা যাওয়ায় রোববার থেকে রজব মাস গণনা শুরু হয়েছে। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
হিজরি বর্ষপঞ্জির সপ্তম মাস রজব ইসলাম ধর্মের চারটি পবিত্র মাসের একটি। এই মাসের মধ্য দিয়েই মূলত রমজানের প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হয়। রজবের পর শাবান মাস শেষ হলে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। সে হিসাবে রজব ও শাবান মাস পূর্ণ হলে আনুমানিক ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হতে পারে। তবে রমজানসহ যেকোনো হিজরি মাসের সূচনা চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
আবুধাবির স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৪টায় আল-খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে রজব মাসের চাঁদ দেখা যায়। চাঁদের ছবি সফলভাবে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ কার্যক্রমে চার সদস্যের একটি বিশেষ দল অংশ নেয়।
বিআলো/শিলি



