রণবীরের ‘ধুরন্ধর’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড
dailybangla
04th Dec 2025 11:47 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ শুক্রবার মুক্তি পাচ্ছে। আর তার আগেই দারুণ সাড়া ফেলেছে অগ্রিম টিকিট বুকিং- ইতোমধ্যে ৫০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।
ট্রেড অ্যানালিস্টদের তথ্য অনুযায়ী, ব্লক সিটসহ এখন পর্যন্ত ৩.৭১ কোটি রুপি আয় করেছে ছবিটি।
বিশেষজ্ঞদের অনুমান, প্রথম দিনেই ছবিটি সংগ্রহ করতে পারে ৩৭-৪০ কোটি রুপি। যদিও কিছু বিশ্লেষক ১৬-২০ কোটি রুপির সম্ভাবনাও উত্থাপন করছেন।
কিছু মাল্টিপ্লেক্সে এই ছবির একটি টিকিটের দাম দুই হাজার রুপিতেও পৌঁছেছে বলে জানা গেছে।
আদিত্য ধর পরিচালিত ছবিটিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, সারা অর্জুন, অর্জুন রামপাল ও আর মাধবন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিআলো/শিলি



