রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজে অংশ নিতে আজ রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নেমেছে।
গতকাল শুক্রবার জুমার আজানের পরপরই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বড় বড় মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, প্রতিটি মসজিদের ভিতরে তিল ধারণের ঠাঁই নেই। মসজিদের ভিতরে নামাজে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই মুসল্লিরা চলে আসেন মসজিদে। মসজিদে জায়গা না পেয়ে আশপাশের রাস্তায় সমবেত হয়েছেন হাজার হাজার মুসল্লি।
রমজানের প্রথম জুমায় প্রতিটি মসজিদেই এ মাসের গুরুত্ব ও ফজিলতের বিষয় আলোচনা করা হয়। ইসলামে মাস হিসেবে রমজানের রয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা। এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছিলো। এই মাসের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, যাতে কোরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়েতস্বরূপ এবং হিদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। (সূরা বাকারা: ১৮৫)
বিআলো/শিলি