• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রমনায় নারীদের নতুন রূপচর্চার ঠিকানা: পুনাকের ‘ওয়াটারফল মেকওভার’ উদ্বোধন 

     dailybangla 
    10th Oct 2025 11:52 pm  |  অনলাইন সংস্করণ

    চিত্রনায়িকা অপু বিশ্বাস, শিল্পী সমিতির ডি এম তায়েব ও ইউটিউব ইনফ্লুয়েন্সার বারিশা হক উপস্থিতিতে পার্লারের যাত্রাকে উৎসবমুখর করেন

    হৃদয় খান: রাজধানীর রমনায় নারীদের জন্য নতুন মাত্রা যোগ করল বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। শুক্রবার (১০ অক্টোবর) রাতে রমনার পুনাক ভবনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ‘ওয়াটারফল মেকওভার’ নামের নতুন বিউটি পার্লার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাকের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ সদস্য, চিত্রশিল্পী এবং সামাজিক জীবনের পরিচিত ব্যক্তিত্বরা।

    এটি শুধু সৌন্দর্য বৃদ্ধির জায়গা নয়, নারী আত্মবিশ্বাসের প্রতীকও হবে: আফরোজা হেলেন

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন। তিনি বলেন, “আমাদের এই এলাকায় (রমনা-মগবাজার) তেমন ভালো কোনো বিউটি পার্লার নেই। পুনাক ভবনে জায়গা থাকার কারণে নারী সদস্যরা যাতে সহজে এবং নিরাপদে রূপচর্চা করতে পারেন, সেই লক্ষ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি।” তিনি আরও যোগ করেন, “এই পার্লারটি শুধু সৌন্দর্য বৃদ্ধির জায়গা নয়, এটি নারী আত্মবিশ্বাস এবং সামাজিক নিরাপত্তার প্রতীক হিসেবেও কাজ করবে।”

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এম তায়েব এবং জনপ্রিয় ইউটিউব ইনফ্লুয়েন্সার বারিশা হক। অনুষ্ঠানে তাদের বক্তব্য ও শুভেচ্ছা অনুষ্ঠানের উজ্জ্বল পরিবেশকে আরও উৎসবমুখর করে তোলে।

    প্রধান অতিথির বক্তব্যের পর কেক কেটে আনুষ্ঠানিকভাবে ‘ওয়াটারফল মেকওভার’ উদ্বোধন করা হয়। এরপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অতিথিরা উপভোগ করেন সংগীত পরিবেশনা ও নৃত্য। অনুষ্ঠানে উপস্থিতরা পার্লারের সেবা ও ব্যবস্থাপনার প্রশংসা করপুনাকের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্লারে সব ধরনের রূপচর্চার সেবা অতি সাশ্রয়ী মূল্যে প্রদান করা হবে। এছাড়া ভবনটির নিচে সব সময় পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন এবং পার্লারটি সিসিটিভির আওতায় থাকায় সাধারণ নারীরাও নিরাপদে সেবা গ্রহণ করতে পারবেন।

    পুনাকের এই উদ্যোগ শুধু নারীদের সৌন্দর্য বাড়াবে না, বরং তাদের আত্মবিশ্বাস এবং সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও নতুন দিক উন্মোচন করবে। ‘ওয়াটরফল মেকওভার’ তাই রমনা অঞ্চলের নারীদের জন্য এক নতুন স্বপ্নের ঠিকানা হিসেবে আত্মপ্রকাশ করেছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930